বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


তাড়াইলে দারুল কুরআনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
তাড়াইলে দারুল কুরআনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে তাড়াইল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাদরাসায় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

দারুল কুরআনের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দারুল কুরআন মহিলা মাদরাসার শিক্ষা সচিব হাফেজ মাওলানা মুফতি হাসান আহমাদ, দারুল কুরআন মাদরাসার হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সোহাইল আহমাদ, নুরানি কিন্ডারগার্টেন শাখার প্রধান শিক্ষক মাওলানা জিয়াউল হক, সহকারী শিক্ষক হাফেজ হোসাইন আহমাদ, হাফেজ মাওলানা আল আমিন, মাওলানা শরীফুল ইসলাম, হাফেজ মো. আনোয়ার হোসেন, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা রিফাত আহমাদ, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর