বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

সীমানাপ্রাচীর ভেঙে ঢুকে গেল ট্রেন বিএডিসি গুদামে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সীমানাপ্রাচীর ভেঙে ঢুকে যাওয়া ট্রেনের বগি।

পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পাশে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) গুদামের সীমানাপ্রাচীর ভেঙে ঢুকে গেছে। এতে বগিটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।

সোমবার (২৪ জুন) বিকেলে স্টেশনের ৭০৬ নম্বর রেকের ওয়াশ ফিডে (ধোয়ার স্থান) নেওয়ার সময় এসি ৭১১৫ নম্বরের বগিটি লাইনচ্যুত হয়।

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নিরঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রেনের বগিটি বৈদ্যুতিক পরীক্ষার জন্যই একতা এক্সপ্রেসে সংযুক্ত করে ওয়াশ ফিডে নেওয়া হচ্ছিল। ট্রেনটিতে এ সময় গতি কিছুটা বেশি ছিল। এ জন্য সেটি প্রথমে লাইনের শেষ মাথায় দেওয়া বাফার ভেঙেছে এবং পরে বিএডিসি গুদামের সীমানাপ্রাচীর ভেঙে ঢুকে পড়েছে।

তিনি বলেন, বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এতে ট্রেনের শিডিউলের কোনো সমস্যা হয়নি। বগিটির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা হয়েছে। তাদের নির্দেশে বগিটির পুরো অংশ রেকে তোলা হবে।

বিএডিসি পঞ্চগড় কার্যালয়ের উপপরিচালক মো. মজহারুল ইসলাম বলেন, ঘটনাটি জেনেছি। আমাদের আলু বীজ হিমাগার যেখানে আছে, ভাগ্যক্রমে সেদিকে ঘটনাটি ঘটেনি। যে পাশে বিএডিসির সারের গুদাম নির্মিত হচ্ছে, সেদিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, আমরা আমাদের প্রকৌশলীদের নিয়ে আজ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করব এবং কী ধরনের ক্ষতি হয়েছে, তা নিরূপণ করব। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলব।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ