মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত 

বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি: ১১ নাবিক উদ্ধার, নিখোঁজ ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার পূর্ব বঙ্গোপসাগরে ঢেউয়ের কবলে পড়ে ডুবে যাওয়া মালবাহী ‘এমভি মৌ-মনি’ কার্গো জাহাজের ১১ নাবিককে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। তবে কার্গোটির মাস্টার এখনো নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে মাছ ধরার একটি ট্রলার তাদের উদ্ধার করে। তবে উদ্ধারকৃত ও নিখোঁজদের কারও পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল ‘এমভি মৌ-মনি’ নামের মালবাহী একটি কার্গো জাহাজ। জাহাজে ১২ জন নাবিক ছিলেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বঙ্গোপসাগরের ইসলাম চর এলাকায় ঢেউয়ের কবলে পড়ে কার্গো জাহাজটি ডুবে যায়।

ডুবে যাওয়া জাহাজের ওপরের অংশটি ধরে ভেসে থাকেন ১২ নাবিক। জরুরি সেবা ৯৯৯ নম্বরে নাবিকদের কাছ থেকে দুর্ঘটনার তথ্য পেয়ে তাদের উদ্ধারে দুপুর ২টার দিকে হাতিয়া কোস্টগার্ড ও নলচিরা নৌ-পুলিশের দুটি টিম হাতিয়ার নলচিরা ঘাট থেকে রওনা হয়। সমুদ্র উত্তাল থাকায় নৌ-পুলিশ ঘটনাস্থলে না যেতে পারলেও কোস্টগার্ড সেখানে পৌঁছায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ ১১ নাবিক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কার্গো জাহাজের ১১ নাবিক উদ্ধার হলেও জাহাজের মাস্টারের সন্ধান এখনো পাওয়া যায়নি। তাদের কারও পরিচয় এখনো জানা যায়নি। 

কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের পেটি অফিসার বলেন, সাগরে অবস্থানরত জেলেরা ডুবে যাওয়া কার্গো জাহাজের ভাসমান ১১ জন নাবিককে উদ্ধার করে চট্টগ্রামগামী মালবাহী অন্য একটি জাহাজে তুলে দেন। তবে ডুবে যাওয়া কার্গো জাহাজের মাস্টারের কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা ৬ সদস্যের একটি টিম মাস্টারকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ