মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত 

নাটোরে পাঁচ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নাটোরে অগ্নিকাণ্ডে দরিদ্র ৫টি পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর, ৫টি রান্না ঘরসহ ১টি গোয়াল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের লোচনগড় গ্রামে এই ঘটনা ঘটে।

এই অগ্নিকাণ্ডে কৃষক আছের উদ্দিন, অটোরিকশা চালক আফজাল হোসেন, রিকশা চালক গোলাম রসূল, ভ্যান চালক আনোয়ার হোসেন ও মো. রাজুর বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা এসব পরিবারের নগদ টাকা, গহনা, আসবাবপত্র ও খাদ্য সামগ্রী পুড়ে যায়। দরিদ্র এই পরিবারগুলো শেষ সম্বলগুলো হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।

নাটোর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভ্যানচালক আনোয়ারের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে অন্যান্য বাড়িতে আগুন ধরে যায়। বাড়িগুলো কাছাকাছি হওয়ায় নিমিষেই আগুন সবগুলো ঘরে ছড়িয়ে যায়। আগুনের এতো তাপ যে কেউ কাছে যেতে পারছিল না। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী ৫ পরিবারের দাবি অগ্নিকাণ্ডে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা জানান, খবর পাওয়ার পরেই সদর উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার সহ অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করেছেন তিনি। নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।

টিএইচএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ