বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মাহমুদুল হক বলেন, আল্লাহ রাব্বুল আলামীন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ‘জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং নিজের পরিবারকে বাঁচাও।’ ( সুরা তাহরিম, আয়াত: ৬) আর নিজে জাহান্নাম থেকে বাঁচার এবং পরিবারকে বাঁচানোর মূল সময় হইলো এখন অর্থাৎ রমজান মাস। বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজিত “মাহে রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) মিরপুর ০১ ঈদগাহ মাঠ সংলগ্ন অষ্ট ব্যঞ্জন রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাওলানা মাহমুদুল হক আরও বলেন, নিজেকে সংশোধন করতে হবে। প্রতি মুহূর্তে স্মরণ রাখতে হবে আমরা পরকালের দিকেই এগিয়ে যাচ্ছি। আর পরকালের প্রথম ঘাঁটি হলো কবর। কবরের মাধ্যমেই আমাদের পরকালের যাত্রা শুরু হয়। কবর থেকেই মানুষের হিসাব নিকাশ শুরু হয়ে যায়। এগুলো আমাদের স্মরণ রেখে জাহান্নাম থেকে মুক্তির কাজ করতে হবে।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুফতী আব্দুল হামিদ গওহরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লার সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.- এর বড় সাহেবযাদা মাওলানা মাহমুদুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার টেলিভিশনের তরুণ আলোচক ড. ফয়জুল হক, আল আযহার ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক, মোঃ তানবীরুল ইসলাম।

সভার সভাপতি মুফতী আব্দুল হামিদ গওহরী সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন  (বিএমএ) আগামীতে আরো সুদূর প্রসারী কার্যক্রম নিয়ে সামনে অগ্রসর হবে। এই সংগঠনের রয়েছে রয়েছে একঝাঁক নিবেদিত প্রাণ খাদেম, যাঁরা নিজেদের কথা চিন্তা না করে অন্যদের আপদে -বিপদে এগিয়ে যায়, সব সময় সত্য ও ন্যায়ের পথে চলে, সর্বদা মাযলুমের পাশে দাঁড়ায়। আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে পারলে অবশ্যই সফলতা আমাদের পদচুম্বন করবে, ইনশাআল্লাহ।

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন (বিএমএ) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি হিফজুর রহমান, মুফতী ইব্রাহীম খলিল কাওছারী, হাফেজ মোয়াজ্জেম হোসেন, আহসান হাবিব, এহসানুল করিম, শাহআলী থানা সভাপতি মুফতী রফিকুল ইসলাম, ভাষানটেক থানা সভাপতি মুফতী মফিজ উদ্দিন, রুপনগর থানা সাংগঠনিক সম্পাদক মুফতি মুবাশ্বির, দারুস সালাম থানা সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, মিরপুর মডেল থানা সহ সভাপতি মুফতী আব্দুল আলিম, পল্লবী থানা প্রচার সম্পাদক মুফতি আশিকুর রহমান, কাউন্দিয়া ইউনিয়নের সভাপতি মুফতী, সাইদুল ইসলাম, কাফরুল থানার প্রচার সম্পাদক মুফতি মুবাশ্বির, মুফতী মোস্তফা আশরাফী, মুফতী রায়হান সিদ্দিকী প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ