মজলিসে আমেলার বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম
প্রকাশ: ২৪ মে, ২০২৫, ১২:০৩ দুপুর
নিউজ ডেস্ক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার অধিবেশন চলছে।

শনিবার (২৪ মে) বেলা ১১টার দিকে রাজধানীর পল্টনস্থ জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বৈঠক শুরু হয়েছে।

গত ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেই কাউন্সিলে সভাপতি পদে নতুন মুখ পায় দলটি। বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের নেতৃত্বে দলটি নতুন করে বের চাঙ্গা হয়ে উঠেছে। নতুন কমিটি গঠিত হওয়ার পর প্রথম মজলিসে আমেলার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে দলের নীতি-নির্ধারণী বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

২০২৫-২৭ সেশনে জমিয়তের দুই বছর মেয়াদি ২০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির উল্লেখযোগ্য দায়িত্বশীলরা হলেন- সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুদ বারী সিরাজী ও অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী।

এনএইচ/