খেলাফত যুব মজলিস মোমেনশাহী জেলা দক্ষিণের দায়িত্বশীল প্রশিক্ষণ মজলিস
প্রকাশ: ২৩ মে, ২০২৫, ১০:৫৪ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত যুব মজলিস মোমেনশাহী জেলা দক্ষিণের উদ্যোগে জেলা শাখা ও উপ-শাখার  মজলিসে আমেলার সদস্যদের নিয়ে ‘দায়িত্বশীল প্রশিক্ষণ মজলিস’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (২২ মে) বাদ জোহর থেকে মোমেনশাহী রেলস্টেশন মসজিদে এই প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়।

মোমেনশাহী জেলা দক্ষিণের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণ মজলিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মোমেনশাহী জেলা পশ্চিমের সভাপতি মুফতি সারওয়ার হুসাইন।

প্রশিক্ষণ মজলিসে প্রশিক্ষক হিসেবে উপস্থিত হয়ে নির্ধারিত  বিষয়ে আলোচনা পেশ করেন

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবীব।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মোমেনশাহী জেলা পশ্চিমের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু নাঈম, খেলাফত যুব মজলিস মোমেনশাহী জেলা দক্ষিণের সহ-সভাপতি মাওলানা মানসুরুল হাসান ইয়াসিন, সংগঠন বিভাগের দায়িত্বশীল তানজীর হুসাইন তুহিন প্রমুখ দায়িত্বশীলবৃন্দ।

এনএইচ/