সান্ডা বা দব খাওয়া ইসলামে জায়েজ কিনা
প্রকাশ:
১৬ মে, ২০২৫, ০৮:৫৩ সকাল
নিউজ ডেস্ক |
![]()
সম্প্রতি সামাজিক মাধ্যমে ‘সান্ডা’ বা ‘দব’ খাওয়া নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। ইসলামিক শরিয়াহ অনুযায়ী, এই ধরনের প্রাণী ভক্ষণ করা হালাল কি না, তা নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি দেখা যাচ্ছে। সান্ডা, দব এবং গুইসাপ কী? সান্ডা: এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে দেখা যায়। সান্ডা মূলত উভচর এবং সরীসৃপ জাতীয় প্রাণী। এটি দেখতে Monitor Lizard বা গুইসাপের মতো। ইসলামের দৃষ্টিকোণ থেকে, সান্ডা খাওয়া হারাম, কারণ এটি সরীসৃপ জাতের অন্তর্ভুক্ত। আরব অঞ্চলে সান্ডা পাওয়া যায় না এবং তারা এটি খায় ও না। মরুভূমির দব: এটি মূলত আরবের মরুভূমিতে পাওয়া যায় এবং এটি Spiny-tailed Lizard বা Uromastyx নামে পরিচিত। সাহাবিগণ এটি রাসুলুল্লাহ (স.)-এর উপস্থিতিতেই খেতেন। রাসুলুল্লাহ (স.) নিজে এটি খাননি, তবে সাহাবিদের খেতে নিষেধও করেননি। তিনি বলেছিলেন, ‘এটি আমার এলাকায় ছিল না, তাই আমি এর প্রতি আগ্রহ বোধ করি না। কিন্তু তোমরা খেতে পারো, কারণ এটি হারাম করা হয়নি।’ (সহিহ বুখারি: ৫৩৯১, সহিহ মুসলিম: ৪৯৪৪)। অধিকাংশ ইসলামি স্কলারদের মতে এটি হালাল, তবে হানাফি মাজহাবে এটি খাওয়া হারাম। আরবরা সাধারণত এই দব খেয়ে থাকে। গুইসাপ: এটি বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে দেখা যায়। ইংরেজিতে একে Monitor Lizard বলা হয়। এটি জল এবং স্থল উভয় জায়গায় বসবাস করে এবং সরীসৃপ জাতীয় প্রাণী হওয়ায় ইসলামে এটি হারাম। হানাফি মাজহাবে এটি খাওয়া স্পষ্টভাবে নিষিদ্ধ। রাসুলুল্লাহ (স.) বলেন: ‘সমুদ্রের পানি পবিত্র এবং এর মৃত প্রাণী হালাল।’ (তিরমিজি: ৬৯, আবু দাউদ: ৮৩) ইসলামি ফিকহবিদদের মতামত দলিল: ২. ‘শুধু সামুদ্রিক মাছ হালাল; জলজ ও স্থলজ মিলিত প্রাণী, যেমন দব (Spiny-tailed Lizard), গুইসাপ ইত্যাদি খাওয়া হারাম।’ (ফতোয়ায়ে হিন্দিয়া, খণ্ড ৫, পৃষ্ঠা ২৯০) ৩. ‘দব প্রাণীটি সরীসৃপ শ্রেণির অন্তর্ভুক্ত, আর হানাফি মাজহাবে সরীসৃপ জাতীয় প্রাণী খাওয়া হারাম হিসেবে গণ্য করা হয়।’ (আল-মাবসুত, খণ্ড ১১, পৃষ্ঠা ২৩১) ৪. ‘প্রকৃতিগতভাবে অপবিত্র বা অরুচিকর সকল প্রাণী হারাম, যেমন: সাপ, গুইসাপ, দব ইত্যাদি।’ (বাদায়েউস সানায়ে, খণ্ড ৫, পৃষ্ঠা ৮০)
সাণ্ডা বা দব খাওয়ার ফতোয়া বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ধর্মপ্রাণ মুসলমানদের জন্য শরিয়াহ নির্দেশিত খাদ্য গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, সান্ডা ও গুইসাপ খাওয়া থেকে বিরত থাকা ইসলামি দৃষ্টিকোণ থেকে জরুরি। আর দব যাদের খাওয়ার অভ্যাস আছে, তারা খাবেন, আর যাদের মাজহাবে অনুত্তম, তারা তা থেকে বিরত থাকাই শ্রেয়। এনএইচ/ |