মাদানি নেসাবে উস্তাদ নিচ্ছে উত্তরার মাদরাসাতুল আযহার
প্রকাশ: ১০ মে, ২০২৫, ০৭:৫০ বিকাল
নিউজ ডেস্ক

রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত মাদরাসাতুল আযহার বাংলাদেশ মাদানী নেসাবের জন্য একজন দক্ষ আরবি শিক্ষক নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীদের আরবি কথোপকথনে দক্ষ হওয়ার পাশাপাশি হস্তলিপিতেও পারদর্শী হতে হবে।
 
প্রতিষ্ঠানটি জানায়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় ভালো ফলাফলধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, শিক্ষকের মাসিক সম্মানী আলোচনা সাপেক্ষে ১৪ থেকে ১৮ হাজার টাকার মধ্যে হবে। 

আগ্রহী প্রার্থীদের আগামী ২০ মে, মঙ্গলবারের মধ্যে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

যোগাযোগের ঠিকানা:
মাদরাসাতুল আযহার বাংলাদেশ
প্রতিষ্ঠাতা ও পরিচালক: মুফতি খালেদ কাসেমী আযহারী
বাড়ি ৪২, রোড ০২, সেক্টর ১৫/এ, উত্তরা, ঢাকা-১২৩০
মোবাইল: ০১৭০৭৮০৪১২১, ০১৯০২৮৫০২২৯