স্মার্টফোন ও তরুণ সমাজ
প্রকাশ:
০৬ মে, ২০২৫, ০৮:১৫ সকাল
নিউজ ডেস্ক |
![]()
আধুনিক যুগে স্মার্টফোন মানুষের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বিশেষ করে তরুণ সমাজ এই প্রযুক্তির প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছে। ইসলাম এমন একটি জীবনব্যবস্থা, যা ভারসাম্য ও সংযম শেখায়। তাই স্মার্টফোন ব্যবহারে ইসলামিক দৃষ্টিকোণ থেকে সচেতনতা ও পরিমিতি অপরিহার্য।
স্মার্টফোন একদিকে যেমন উপকারের মাধ্যম হতে পারে, তেমনি অপকারের কারণও হতে পারে যদি এর ব্যবহার অনিয়ন্ত্রিত ও ইসলামবিরোধী হয়। তরুণ সমাজের উচিত, এই প্রযুক্তিকে ইবাদত, ইলম চর্চা ও কল্যাণের কাজে ব্যবহার করা। সময়, দৃষ্টি ও মন – সবকিছু যেন ইসলামের শিক্ষা অনুযায়ী পরিচালিত হয়, এটাই কাম্য। এনএইচ/ |