কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
প্রকাশ: ০৫ মে, ২০২৫, ০৩:৪৮ দুপুর
নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক মাদলা নতুন গুচ্ছগ্রামের আব্দুল মোতালেবের ছেলে মো. সাকিব (২০)। 

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ নিয়ে বিএসএসের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, রবিবার রাত পৌনে ১২টার দিকে সীমান্তের মেইন পিলার-২০৪৫/১৭ এস এলাকায় যায় সাকিব। এ সময় বিএসএফ তাকে লক্ষ্য করে এক  রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পরবর্তী সময়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকায় একটি হাসাপাতালে নেওয়ার পথে সে মারা যায়।