ইসলামের ইতিহাসের পাতায় আজ
প্রকাশ:
০৪ মে, ২০২৫, ০৭:৫৬ সকাল
নিউজ ডেস্ক |
![]()
১. তিউনিসিয়ার বিজয় | ২৬ হিজরি (৬৪৭ খ্রিষ্টাব্দ) আজ থেকে প্রায় ১৩৭৮ বছর আগে, ২৬ হিজরির এই দিনে মুসলিম সেনাবাহিনী আফ্রিকার তৎকালীন রোমান নিয়ন্ত্রিত শহর সেফেতুলা (বর্তমান তিউনিসিয়া) বিজয় করে। ২. ইসলামি মিডিয়া জাগরণ | ১৯০৪ খ্রিষ্টাব্দ এই দিনে মাওলানা আবুল কালাম আজাদ ইসলামি চিন্তাধারা ছড়িয়ে দিতে একটি প্রভাবশালী পত্রিকার পরিকল্পনা গ্রহণ করেন, যার নাম ছিল ‘আল হিলাল’। ৩. গাজায় রক্তাক্ত দিন | ২০০১ খ্রিষ্টাব্দ আজকের এই দিনে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৫ জন মুসলমান শহীদ হন। এনএইচ/ |