ইসলামী আন্দোলন ও এবি পার্টির মধ্যে সংলাপ, ১১ দফা ঐকমত্য
প্রকাশ:
৩০ এপ্রিল, ২০২৫, ০৫:০৪ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আমার বাংলাদেশ পার্টির (এবি) রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে পিআর পদ্ধতির নির্বাচন, সংস্কার শেষে নির্বাচন ও পতিত ফ্যাসিবাদের বিচারসহ ১১ দফা ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। আর আমার বাংলাদেশ পার্টির পক্ষে নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সংলাপে নিম্নোক্ত ১১ দফা বিষয়ে দুই দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা হয়- সংলাপে এবি পার্টির পক্ষে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান লে. কর্নেল দিদারুল আলম, বি.এস. নাজমুল হক, সাধারণ সম্পাদক-ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, শ্যাডো অ্যাফেয়ার্স সেক্রেটারি ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, সংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), গাজী নাসির। ইসলামী আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা সৈয়দ এসহাক মু. আবুল খায়ের, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। এমএইচ/ |