মহাসমাবেশ সফল করতে রাজধানীর মাদরাসা মাদরাসায় হেফাজত নেতারা
প্রকাশ:
৩০ এপ্রিল, ২০২৫, ০২:৩০ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ পাঁচ দফা দাবিতে আগামী ৩ মে শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় অরাজনৈতিক আলেম সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই মহাসমাবেশ সফল করতে রাজধানীসহ সারা দেশে শুরু হয়েছে সংগঠনের ব্যাপক তৎপরতা। এরই অংশ হিসেবে ঢাকার গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে সফর করছেন হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ। এসব সফরের উদ্দেশ্য—আসন্ন মহাসমাবেশে সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করা এবং ইসলামী মূল্যবোধ রক্ষায় বৃহত্তর ঐক্য গড়ে তোলা। একটি গুরুত্বপূর্ণ সফরকারী কাফেলার নেতৃত্ব দিচ্ছেন হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা মাহফুজুল হক। তাঁর সঙ্গে রয়েছেন নায়েবে আমীর মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা ফজলুল করিম কাসেমী এবং মুফতী কেফায়েতুল্লাহ আযহারী। আরজাবাদ মাদ্রাসায় অনুষ্ঠিত প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন– দেশের শীর্ষ আলেমে দ্বীন ও সদরে জমিয়তের শাইখুল হাদীস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক, মাদ্রাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, বর্ষীয়ান আলেম মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা মানজুরুল ইসলাম আফেন্দী, মাওলানা নাজমুল হাসান কাসেমী এবং মাওলানা তাফাজ্জুল হক আজিজ। পরে এই কাফেলা সফর করে মিরপুরের জামিউল উলুম, খাদেমুল ইসলাম এবং দারুল উলুম-১৩ নামক গুরুত্বপূর্ণ মাদ্রাসাসমূহে যান। এসব বৈঠকে আশপাশের মাদরাসা ও মসজিদের যিম্মাদারগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। একই দিনে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের নেতৃত্বে এক প্রতিনিধি দল সকাল ১০টায় উত্তর বাড্ডা মিফতাহুল উলুম মাদরাসা সফর করেন। প্রতিনিধি দলে আরও ছিলেন– সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা মোহাম্মদ আলী, মুফতি এনামুল হক বসুন্দরা, মাওলানা আবুল হাসান মোহতামিম, মাওলানা সালাহউদ্দিন এবং মাওলানা সাইফুল্লাহ। এরপর সকাল ১১টায় একই প্রতিনিধি দল আফতাবনগর মাদরাসা সফর করেন। সেখানে মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ আলী প্রতিনিধিদের উষ্ণ অভ্যর্থনা জানান। প্রতিনিধি দলে আরও ছিলেন মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা ফয়সাল, মাওলানা আবুজার ও মাওলানা সাইদ। এরপর হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের নেতৃত্বে এই প্রতিনিধিদলটি বেলা ১২ টায় জামিয়া শরীয়া মালিবাগ মাদরাসা সফর করেন। মাদরাসার মুহতামিম প্রতিনিধিদের শুভেচ্ছা জানান। প্রতিনিধি দলে আরো ছিলেন, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, অর্থসম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, মালিবাগের ।মুফতি আবু সাঈদ, মাওলানা আবু সাবের আব্দুল্লাহ,মাওলানা আহমদ মায়মুন প্রমূখ। প্রতিটি বৈঠকে ৩ মে'র মহাসমাবেশ সফল করার বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়। নেতৃবৃন্দ মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং গণজমায়েত নিশ্চিত করতে সর্বস্তরের আলেম-উলামা ও তাওহিদী জনতার প্রতি আহ্বান জানান। মহাসমাবেশ বাস্তবায়নে হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিবকে আহ্বায়ক করে ‘মহাসমাবেশ বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃবৃন্দ রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সফর করে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। হেফাজতের লক্ষ্য—২০১৩ সালের মতো ঢাকায় আরেকটি ঐতিহাসিক জনসমাগম গড়ে তোলা। সংগঠনটির কেন্দ্রীয় নেতারা রাজধানী ছাড়িয়ে দেশব্যাপী ছুটে বেড়িয়ে কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করছেন। এমএইচ/ |