মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল
প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৫, ১০:০৪ রাত
নিউজ ডেস্ক

মসজিদে নববীর ইমাম ও খতিব শেখ ড. সালাহ বিন মোহাম্মদ আল-বুদাইর মালদ্বীপের রাজধানী মালেতে মসজিদ আল-সুলতান মুহাম্মদ তাকরুফানু আল-আজামে জুমার নামাজের ইমামতি করেছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) তাঁকে দেখতে এবং তাঁর পেছনে নামাজ পড়তে মুসল্লিদের ঢল নামে। 

খুতবায় শেখ আল-বুদাইর ঐক্যের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, বিভেদ ইসলামের কাজ নয়—এর ফলে সমাজে ভয়ভীতি ও পরাজয় আসতে পারে।

তিনি সবাইকে একে অপরের প্রতি ভালোবাসা ও দয়া প্রদর্শন করার পরামর্শ দেন—মানুষের পাশাপাশি প্রাণীদের প্রতিও সহানুভূতিশীল হতে বলেন। 

মসজিদে নববীর ইমাম বলেন, ধর্মের ব্যাপারে মধ্যপন্থা অবলম্বন করতে হবে এবং সমাজে জ্ঞান ছড়িয়ে দিতে, গরিব-দুঃখীদের সাহায্য করতে, বড়দের সম্মান করতে, শিশুদের প্রতি সদয় হতে এবং অপরাধে লিপ্তদের সৎ পথে ফেরাতে সহায়তা করতে হবে।
তিনি দান করার গুরুত্ব ও যতটুকু সম্ভব, অন্যদের সাহায্য করার আহ্বান জানান।

এছাড়াও, শেখ সালাহ আল-বুদাইর গুজব ছড়ানো ও অন্যকে বদনাম করা থেকে বিরত থাকতে সকলকে সতর্ক করেন।

২৮ বছর ধরে মসজিদে নববীতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসা শেখ আল-বুদাইরের উপস্থিতিতে আজ মালদ্বীপের ইসলামি কেন্দ্রে একটি বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়।

সূত্র: মালদ্বীপের পত্রিকা দ্য এডিশন

এসএকে/