কেমন হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি, কী আছে নির্দেশনায়
প্রকাশ:
১১ এপ্রিল, ২০২৫, ০৬:২৫ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
আগামীকাল দেশে ইতিহাস সৃষ্টিকারী আয়োজন ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আয়োজন শেষ পর্যায়ে। এতে দল-মত নির্বিশেষে সব ঘরানার আলেম-উলামা ও সাধারণ মানুষ অংশ নেবেন। ইতোমধ্যে প্রোগ্রামটি ব্যাপক সাড়া ফেলেছে। এই আয়োজনটি কেমন হবে এবং কীভাবে এতে অংশ নিতে হবে এ ব্যাপারে আয়োজকদের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট-এর মিডিয়া বিষয়ক সমন্বয়ক মাওলানা সাইফুল ইসলামের পাঠানো ‘মার্চ ফর গাজা ও সমাবেশপূর্ব ঘোষণাপত্র’ বিবৃতিতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরাইলের পক্ষ থেকে চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে আজ বিশ্বের বিবেকবান মানুষ সোচ্চার। ছয় শত কোটি মানুষের চোখের সামনে একটি ভূখণ্ডে প্রতিনিয়ত বেসামরিক নাগরিকদের ওপর চালানো হচ্ছে অবর্ণনীয় সহিংসতা—যেখানে নারী ও শিশুরাও রেহাই পাচ্ছে না। বিমান হামলায় ধ্বংস করে দেওয়া হচ্ছে ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ মৌলিক অবকাঠামো। অথচ ৫৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, ওআইসি এবং তাদের রাজনৈতিক-অর্থনৈতিক শক্তিও এ মানবিক সংকট মোকাবেলায় এখনো সক্রিয় কোনো উদ্যোগ গ্রহণে ব্যর্থ। এই প্রেক্ষাপটে, ইউরোপ-আমেরিকা সহ বিশ্বজুড়ে শান্তিপ্রিয় মানুষেরা রাজপথে প্রতিবাদ জানাচ্ছেন। বাংলাদেশেও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে গাজায় চলমান নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এই ধারাবাহিকতার অংশ হিসেবে "প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ"-এর উদ্যোগে আগামী শনিবার, ১২ এপ্রিল, বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ‘মার্চ ফর গাজা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সকল রাজনৈতিক-অরাজনৈতিক সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবেন। এই কর্মসূচিতে সভাপতিত্ব করবেন: মাওলানা খতিব আব্দুল মালেক (বায়তুল মোকাররম জাতীয় মসজিদ)। মার্চের পথনির্দেশনা বিশেষ নির্দেশনাসমূহ: সাধারণ দিক নির্দেশনা: আসুন, আমরা সবাই একত্রিত হই—মানবতার পক্ষে, মজলুমের পাশে। পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন। আগামী প্রজন্মকে জানান ফিলিস্তিনের মানুষের যন্ত্রণার কথা, যাতে তারা শিখে কীভাবে মানবতা ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে হয়। |