বন্যাকবলিত এলাকার জন্য ছাত্রশিবিরের হেল্পলাইন চালু
প্রকাশ:
২২ আগস্ট, ২০২৪, ০২:৪৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
বন্যাকবলিত এলাকায় উদ্ধার কাজ ও জরুরী সেবার জন্য হেল্পলাইন নাম্বার চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে কেন্দ্রীয় সংগঠনের তত্ত্বাবধানে এ কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা সিটি ও জেলাসহ প্রাথমিকভাবে দেশের বন্যাকবলিত ৫টি জেলার উদ্ধারকাজ বিষয়ে যেকোনো সেবা গ্রহণের জন্য ছাত্রশিবিরের হটলাইন নম্বর চালু থাকবে। যে কোনো প্রয়োজনে নিম্নোক্ত নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়। কুমিল্লা সিটি করপোরেশন কুমিল্লা জেলা লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর জেলা নোয়াখালী জেলা ফেনী জেলা খাগড়াছড়ি জেলা উল্লেখ্য, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের কারণে দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। কেএল/ |