জুলুম ও সীমালঙ্ঘনের পরিণতি নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
প্রকাশ:
১৪ আগস্ট, ২০২৪, ০৩:৫৯ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
জীবদ্দশায় জুলুম ও সীমালঙ্ঘনের পরিণতির কথা উল্লেখ করে দেশের আলোচিত আলেমে দ্বীন শায়খ আহমাদুল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বুধবার (১৪ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ আহ্বান জানিয়ে তিনি একটি স্ট্যাটাস দেন। শায়খ আহমাদুল্লাহ লিখেন, জীবদ্দশায় জুলুম ও সীমালঙ্ঘনের পরিণতি দেখে যাওয়ার আকাঙ্ক্ষা ছিল বহু মানুষের। মহান আল্লাহ যে এত তাড়াতাড়ি তা দেখাবেন, হয়তো সেটা কেউ কল্পনাও করতে পারেনি। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা তার প্রতি ঈমান আনয়ন করি। তিনি আরও লেখেন, এসব ঘটনা আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। আমরা যেন শিক্ষা নিতে পারি। আর পোস্টের প্রথম কমেন্টেসে তিনি লিখেছেন, আল্লাহ বলেন- আর আমি তাদেরকে অবকাশ দেই। অবশ্যই আমার কৌশল অত্যন্ত কঠিন। ৬৮/৪৫ এনএ/ |