বাংলাদেশ ভীতু দেশ নয় : ভারতের সাবেক প্রতিমন্ত্রী
প্রকাশ:
১৭ ডিসেম্বর, ২০২৩, ০৪:৫৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর বলেছেন, ‘বাংলাদেশ কোনো ভীতু দেশ নয়। এখানে ভয় দেখালেই কোনো কাজ হবে না।’ আজ রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনারে আলোচনায় অংশ নেন এম জে আকবর। সেমিনার শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
এ বিষয়ে সাংবাদিকরা মন্তব্য জানতে চাইলে এম জে আকবর বলেন, ‘যারা ভয় দেখাচ্ছে তারা ভুলে যাচ্ছে, বাংলাদেশ কোনো ভীতু দেশ নয়। এখানে ভয় দেখালেই কোনো কাজ হবে না।’ এনএ/ |