সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
২৭ খণ্ডের ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ অনুবাদ করাচ্ছে সরকার ভারতের প্রসিদ্ধ আলেম স্যাইয়িদ আকীল মাজাহিরির ইন্তেকালে জমিয়তের শোক মহেশখালীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বহু বিবাহ: ইসলামি দৃষ্টিভঙ্গি ও সমকালীন বাস্তবতা সুদানে কি রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে পারবে পক্ষগুলো? ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাইয়িদ মুহাম্মাদ আকিল মাজাহিরি আর নেই আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার : প্রধান উপদেষ্টা বজ্রপাতে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই শান্তি প্রতিষ্ঠা হবে: নূরুল ইসলাম বুলবুল প্রস্তুতি সম্পন্ন, রাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট

ঈদুল ফিতরে সরকারি ছুটি ১ দিন বাড়বে কি না জানা যাবে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীরা ১ দিন বিশেষ ছুটি পাবেন কি না, তা জানা যাবে আজ (১০ এপ্রিল) সোমবার । আজ মন্ত্রিপরিষদের বৈঠকে ২০ এপ্রিল বিশেষ ছুটি থাকছে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা বলে বিশেষ ছুটি দেবেন কি না তা চূড়ান্ত হবে। ছুটি ঘোষণা করা হলে টানা ৫ দিন ছুটি পাবেন প্রজাতন্ত্রের কর্মচারীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর ঈদে প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে কোনো ছুটি দেননি। এবারও না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ।

এবার ঈদে তিন দিনের সরকারি ছুটির থাকবে, যার মধ্যে দুদিন পড়েছে শুক্র ও শনিবার। সরকার এবারের রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছে। ২১ থেকে ২৩ এপ্রিল (শুক্র, শনি ও রবিবার) ঈদের নির্ধারিত ছুটি। এর আগে ১৯ এপ্রিল (বুধবার) শবে কদরের ছুটি রয়েছে। কিন্তু এই শবেবরাত ও ঈদের ছুটির মাঝখানে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা। ওইদিন ছুটি ঘোষণা করা হলে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

আর রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)। সে ক্ষেত্রে ছুটি আরও একদিন বাড়বে।

‘ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা’ বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ