মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


দ্রুত মশা তাড়াতে রসুন ব্যবহার করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান সময়ে মশার উৎপাতে যেকোন কাজ করা বড়ই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। মশার কামড় থেকে রক্ষা পেতে মশারী, কয়েল, স্প্রে থেকে শুরু করে অনেক কিছুই ব্যবহার করছে মানুষ। তবুও মশার উৎপাত কমতাছে না। মশা তাড়ানোর কার্যকর উপায় একটা আছে।

মশা তাড়াতে ঘরোয়া উপায় হিসেবে ‘রসুন’ ব্যবহার করতে পারেন। রসুনকে বলা হয় মশার যম। ঘরে রসুনের অস্তিত্ব বা গন্ধ টের পেলে মশারা সাধারণত দুরে থাকে।

নিয়মাবলী

রসুনের কয়েকটি কোয়া থেত‌লে, পেস্ট ক‌রে বা ব্লেন্ড ক‌রে পানির স‌ঙ্গে মি‌শি‌য়ে রুমে স্প্রে করুন। দেখবেন মশা নিমিষেই উধাও।

মশারীর বাইরে থে‌কেও মশারা কামড়ায়। তাই শোবার আগে বিছানার আশপাশে কাঁচা রসুনের কোয়া রাখতে পারেন। একইভাবে মশারির বাইরের বা ভেতরের অংশে কাঁচা রসুনের কোয়া আলতো করে ঘষে দিন।

সম্ভব হলে টেবিলের নীচে, দরজা-জানালার পাশেও রসুনের কোয়া ঘষে দিন। দু-তিন ঘন্টা পর এভাবে আবার রসুন ঘষুন। দেখবেন, অন্তত কয়েক দিন মশার দেখা মিলছে না।

-এসআর


সম্পর্কিত খবর