মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


গরমে ঘর ঠাণ্ডা রাখার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রচণ্ড তাপদাহের কারণে গরমে ঘরে থাকা যাচ্ছে না। তাই প্রচন্ড গরমে ঘরকে ঠাণ্ডা রাখা প্রয়োজন। য়তা দেখা দেয়। এদিকে রোদে শুধু রাস্তায় বেরিয়ে নয়, ঘরেও আরাম নেই ফ্যানের তলায় ৷ একটু ভিন্নভাবে চেষ্টা করলেই প্রাকৃতিক উপায়ে ঘর ঠাণ্ডা রাখা যায়।

জেনে নিন গরমে ঘর ঠাণ্ডা রাখার উপায়:

রোদ আটকে ভারি পর্দা টানান: দুপুরের রোদ ঘরে ঢুকতে দেবেন না ৷ দরকার পড়লে জানালা অনেক আগেই বন্ধ করে দিন ৷ দুপুরে টানান ভারি পর্দা ৷ জানালার পর্দা টেনে রাখুন ৷ তবে বিকেল হতেই ঠাণ্ডা হাওয়া ঘরে ঢোকার জন্য পর্দা সরিয়ে জানালা খুলে দিন৷

পোর্টেবল ফ্যান নিয়ে যান জানলার কাছে: প্রতিদিন দুপুরে ভ্যাপসা গরম থেকে বাঁচতে আপনার টেবিল বা পোর্টেবল ফ্যানটি জানালার কাছে নিয়ে চালিয়ে দিন। এটি বাইরের ঠাণ্ডা হাওয়া ভিতরে নিয়ে আসবে এবং ঘরের অসহনীয় গরম দূর হবে।

বরফ রেখে ফ্যান চালান: ইনস্ট্যান্ট এসির হাওয়া খেতে চান? টেবিল ফ্যানের সামনে গামলা ভর্তি বরফ রেখে ফ্যান চালিয়ে দিন ৷ নয়তো একটি পানির বোতলে বরফ জমিয়ে ফ্যানের সামনে রাখুন। যখনই ফ্যান চালাবেন, বরফের ঠাণ্ডা হাওয়া ঘরকে সীতল করে তুলবে৷

বিনা প্রয়োজনে ইলেকট্রিক জিনিস অন করবেন না: অপ্রয়োজনীয় ইলেকট্রিক জিনিস চালিয়ে রাখলে ঘর অতিরিক্ত গরম হয়ে ওঠে ৷ তাই বিনা কারণে কম্পিউটার, টিভি, টিউব, ফ্যান চালিয়ে রাখলে ঘর গরম হয়ে ওঠার প্রবণতা থাকে ৷ তাই বিনা প্রয়োজনে এসব জিনিস বন্ধ করে রাখবেন। এতে ইলেকট্রিক বিলও কমবে, ঘরের ভিতরে গরমও কম লাগবে ৷

প্রয়োজন ছাড়া গ্যাস জ্বালাবেন না: রান্নার সময় ছাড়া গ্যাসের ওভেন বন্ধ করে রাখুন ৷ এতে ঘরের তাপমাত্রা বাড়ে ৷ গ্যাসও বেশি খরচা হয় ৷

গাছ লাগান বাড়ির চারপাশে: বাড়ির পূর্ব ও পশ্চিম পাশে বেশি করে গাছ লাগান। এটি হচ্ছে দীর্ঘমেয়াদি ইনভেস্টমেন্ট। বাড়ির আশেপাশে গাছ থাকলে সরাসরি সূর্যের আলো পড়ে না ৷ ফলে ঘরের পরিবেশ ঠাণ্ডা থাকে।

-এসআর


সম্পর্কিত খবর