মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


দৃশ্যমান হলো বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে চলছে বিশাল কর্মযজ্ঞ। টার্মিনালের ভেতরে বাইরে সবটা জুড়েই এ নির্মাণযজ্ঞ চলছে।

এখন পর্যন্ত প্রকল্পের ৬০ভাগের বেশি কাজ শেষ হয়েছে। টার্মিনালের নান্দনিক সৌন্দর্যের অনেকটাই দৃশ্যমান এখন। চলতি বছরেই উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ এগুচ্ছে। তবে পুরোপুরি চালু হবে আগামী বছর।

এই অবকাঠামো ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবনন্দরের তৃতীয় টামিনালের। এর স্বরূপ অনেকটাই দৃশ্যমান এখন। পুরো টার্মিনালের ভেতরে বাইরে বিশাল কর্মযজ্ঞ। ২৬টি বোর্ডিং ব্রিজ বা উড়োজাহাচে ওঠার সেতু তৈরি হবে এই টার্মিনালে। সামনের এই দীর্ঘ খোলা প্রান্তরে তৈরি হচ্ছে উড়োজাহাজের পার্কিং বা অ্যাপ্রন এলাকা। রানওয়ের শেষটায় দক্ষিণ প্রান্তেহবে নতুন ভিভিআইপি টার্মিনাল।

বিশ্বমানের আধুনিক সুযোগসুবিধাসহ নান্দনিক নকশায় তৈরি হচ্ছে নতুন টার্মিনাল ভবন। ভেতরের দিকে ছাদের অংশে বর্নিল নকশার পাত। মেঝেতে বসছে টাইলস। তৈরি হচ্ছে বিভিন্ন দাপ্তরিক কক্ষ। অ্যাপ্রন থেকে গাড়িতে করে এসে লাগেজ বেল্টে লাগেজ পৌঁছে যাবে স্বয়ংক্রিয়ভাবে। স্থাপন চলছে আনুষঙ্গিক যন্ত্রপাতি।

তৃতীয় টার্মিনালের সাথে যোগাযোগ স্থাপিত হবে এক্সপ্রেসওয়ের। মেট্রারেল ও পাতাল রেলের সংযোগ থাকবে। নির্মিত হচ্ছে বহুতল কার পার্কিং। তৃতীয় টার্মিনালের মাধ্যমে এই বিমানবন্দর জাতীয় ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন, সিভিল এভিয়েশন চেয়ারম্যান।

সেবার মান বাড়াতে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানকে দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ব্যাপারে কাজ চলছে বলে জানান, তিনি। চলতি বছর অক্টোবরে শেষ হবে ৯০ শতাংশ কাজ। এরপর উদ্বোধন হবে। তবে পুরোদমে চালু হতে লেগে যাবে আরো কয়েকমাস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ