মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


চিনি আমদানিতে শুল্ক প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন রমজানে জনসাধারণকে স্বস্তি দিতে চিনির আমদানি শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শে জনস্বার্থে চিনি আমদানির ওপর আরোপিত শুল্ক থেকে অব্যাহতি দেয়া হলো। পাশাপাশি রেগুলেটরি ডিউটি বা নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ৩০ মে পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

কয়েক মাস ধরেই দেশের চিনির বাজার অস্থির। বাজারে চিনি রীতিমতো উধাও। আবার যা-ও পাওয়া যাচ্ছে, তা-ও সরকার নির্ধারিত দামের চেয়ে চড়া দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। তাই চিনির বাজারের চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ