মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে ভারতের আক্রমণ মোকাবেলায় পাকিস্তানের প্রস্তুতি

রমজানে আগত মেহমানদের জন্য প্রস্তুতি শুরু করেছি: শায়েখ আবদুর রহমান আস সুদাইস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। সৌদি আরবের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান রমজান ও হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে। প্রতিটি স্তরে প্রতিটি সংস্থাই প্রস্তুতির বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এ বিষয়টি গণমাধ্যকমে জানিয়েছেন হজ উমরা প্রশাসনের প্রধান শায়খ ডক্টর আবদুন রহমান আস সুদাইস।

সৌদি আরবের উকাল ওয়েবসাইটের বরাতে জানা যায়, হারামাইন শরীফ প্রশাসন রমজানের অপারেশনাল পরিকল্পনা প্রস্তুত করার জন্য একটি বিশেষ বৈঠকে হজযাত্রীদের আগমনের সুবিধার্থে বিভিন্ন দিক পর্যালোচনা করেছে। পরিচালন পরিকল্পনা দর্শনার্থীদের চাহিদা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রদত্ত সমস্ত পরিষেবার উপর নজরদারির উপর গুরুত্বারূপ করেছে।

প্রশাসন বলছে, এ বছর রমজানে মসজিদ আল-হারামে ইফতারের টেবিল সংখ্যা আরো বাড়ানো হবে। গত বছরের তুলনায় এবারের রমজানে বেশি সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনের প্রধান শায়খ ডক্টর আবদুর রহমান আস সুদাইস। হজযাত্রীদের যে কোনো সমস্যার সমাধান করা হবে। মসজিদ আল-হারাম এবং মসজিদে নববী উভয়ই হজযাত্রীদের মানসম্পন্ন সেবা প্রদান করবে।

প্রশাসনের পক্ষ থেকেও রমজান উপলক্ষে যোগাযোগ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দর্শকদের একটি সহজ পদ্ধতিতে নির্ভরযোগ্য ও সঠিক তথ্য সরবরাহ করারও ব্যবস্থা করা হয়েছে। বৈঠকে বিশেষজ্ঞরা পরামর্শ দেন, রমজান মাসে শিক্ষার্থীদের স্কুলে না গিয়ে অনলাইনে পড়ানো উচিত যাতে যানজট না হয়।

এছাড়াও সৌদি আরব নতুন হজ মৌসুমের আগাম ব্যবস্থা করতে শুরু করেছে। স্বাস্থ্য ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতার একটি স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মক্কা মিউনিসিপ্যালিটি ক্যাটারিং কোম্পানি ও প্রতিষ্ঠানের মালিকদের নতুন হজ মৌসুমে যারা খাদ্য কর্মসূচিতে অংশ নিতে ইচ্ছুক তাদের তথ্য আপডেট করতে বলেছে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাড়ির মালিকদের হজযাত্রীদের থাকার অনুমতি নিতে বলেছে।

উল্লেখ্য, হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়্যাহ ঘোষণা করেছিলেন, এ বছর ২০ লাখ লোককে হজ সেবা প্রদান করা হবে।

সূত্র: আসরে হাজির

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ