মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

মেয়ের ‘মৃত’ ধর্ষককে জীবিত খুঁজে বের করলেন সাহসী মা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মেয়ের ধর্ষককে মৃত বলে মাকে জানিয়েছিল বিহার কর্তৃপক্ষ। আসামি মৃত হওয়ায় যথারীতি সেই ধর্ষণ মামলা বন্ধ করে দেওয়া হয়। তবে কর্তৃপক্ষের এই কথায় আস্থা রাখতে পারেননি নির্মমতার শিকার হওয়া মেয়েটির মা। কর্তৃপক্ষের দাবি নিয়ে তিনি পাল্টা প্রশ্ন তোলেন। এরপর নিজ দায়িত্বে ধর্ষককে খুঁজে বের করেন এবং পুনঃরায় চালু হয় ধর্ষণ মামলাটি।

বিবিসির অনুসন্ধানে জানা যায়, গেল বছরের ফেব্রুয়ারি মাসে গঙ্গার ধারে এক ব্যক্তিকে শেষকৃত্যের জন্য নিয়ে আসে দুই ব্যক্তি। যথারীতি চিতাও জ্বলে। তবে সবই ছিল নাটক। ছবি তোলার পর পোড়ানোর নাম করে ওই ব্যক্তিকে আড়াল করা হয়। যা তাকে (ধর্ষককে) মৃত ঘোষণার প্রমাণ হিসেবে দাঁড় করানো হয়।

ওই ধর্ষকের নাম নিরাজ মোদি। বয়স ৩৯। তিনি একটি সরকারি স্কুলের শিক্ষক। আর তার কথিত শেষকৃত্যে হাজির হওয়া বাকি ব্যক্তির মধ্যে ছিলেন, তার বাবা রাজারাম মোদি ও একজন স্থানীয় কৃষক।

ছেলের শেষকৃত্যের ছবি নিয়ে আদালতে হাজির নিরাজের বাবা রাজারাম দাবি করেন, গত বছরের ২৭ ফেব্রুয়ারি তার ছেলে মারা গেছে।

পুলিশ নিরাজের নামে ২০১৮ সালে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অপরাধে অভিযোগপত্র দেওয়ার ছয়দিন পর এই কাণ্ড ঘটান নিরাজের বাবা। এই ঘটনায় নিরাজকে গ্রেফতারও করা হয়। তবে দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পায় ওই স্কুল শিক্ষক।

গত বছর নিরাজের মৃত্যুর নাটক সাজানোর পরই স্থানীয় প্রশাসন নিরাজ মারা গেছে মর্মে সনদ প্রদান করে। আর সেই সনদের ওপর ভর করেই মামলার ইতি টানে আদালত।

তবে ধর্ষণের শিকার মেয়েটির মায়ের কাছে নিরাজের মৃত্যুর ঘটনাটি সাজানো নাটক মনে হয়। ওই নারী বলেন, ‘যখন আমি শুনলাম নিরাজ মোদি মারা গেছে, আমি জানতাম এটা মিথ্যা। আমি জানতাম সে বেঁচে আছে।’

এরপর শুরু হয়ে ব্যক্তিগত অনুসন্ধান। আর সেই অনুসন্ধানে নিরাজের মৃত্যুর ঘটনার কোনো প্রমাণ পান না ধর্ষণের শিকার হওয়া মেয়েটির মা। তিনি আবার আদালতে যান, দাবি জানান পুনঃতদন্তের। আদালত নিরাজ যে বেঁচে আছে এই মর্মে প্রমাণ দাবি করে।

তদন্ত করা কর্মকর্তা জানান, ‘নিরাজের মৃত্যুর বিষয়ে এমনকি তার স্বজনরাও কিছুই জানে না।’ এ বিষয়ে নিরাজের বাবাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনিও বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি।

তদন্তে উঠে আসে নিরাজের মৃত্যুর ঘটনাটি সাজানো। এরপর নিরাজের মৃত্যু সনদও প্রত্যাহার করা হয়।

গত বছরের জুলাই মাসেই ফের চালু হয় ধর্ষণ মামলাটি। একই বছরের অক্টোবরে আদালতের কাছে আত্মসমর্পণ করেন নিরাজ। ২০২৩ সালের জানুয়ারিতে তাকে দোষী সাবস্ত্য করে ১৪ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। করা হয়েছে তিন লাখ রুপি জরিমানা। এছাড়াও প্রতারণার ও অসততার অভিযোগেও সাজা হতে পারে নিরাজের। তার বাবাকেও একই কারণে আনা হয়েছে আইনের আওতায়।

সূত্র: বিবিসি

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ