বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


জামিনে মুক্ত বিএনপি’র দুই কেন্দ্রীয় নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি আবদুস সালাম ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি উচ্চ আদালতের জামিনে মুক্তি পেয়েছেন।

আজ বুধবার সন্ধ্যা ৬টায় কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা। এ সময় মহানগর দক্ষিণের নেতাকর্মীরা কারা ফটকে আবদুস সালাম ও শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

গত সোমবার (১৬ জানুয়ারি) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মো. শাহেদ নূরউদ্দিন হাইকোর্ট বেঞ্চ আবদুস সালাম ও এ্যানিকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। একই সঙ্গে কেন তাদের স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে আগামী চার সপ্তাহের মধ্যে রুল জারি করেন আদালত।

গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ ও স্থান নির্ধারণ নিয়ে উৎকণ্ঠা- উত্তেজনার মধ্যে ৭ ডিসেম্বর নয়া পল্টনে জমায়েত হওয়া বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে একজনের মৃত্যু ও শতাধিক আহত হয়।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে হাতবোমা ছোড়া হয়েছে অভিযোগ তুলে তখন ওই কার্যালয়ের ভেতরে অভিযান চালায় পুলিশ। অভিযানে গ্রেপ্তার করা হয় আবদুস সালাম, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ কয়েকশো নেতাকর্মীকে। এই সংঘর্ষের ঘটনায় পল্টন, মতিঝিল, শাহজাহানপুর ও রমনা থানায় চারটি মামলা করে পুলিশ। সব মিলিয়ে প্রায় তিন হাজার নেতাকর্মীকে আসামি করা হয় এসব মামলায়।

এর আগে গত ৭ ডিসেম্বর নয়াপল্টন থেকে আটক হন আবদুস সালাম ও শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ