বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

‘ফ্রি ফায়ার’ নিয়ে বিরোধ, বন্ধু হাতে বন্ধু খু*ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ায় ফ্রি ফায়ার গেমসের আইডি নিয়ে বিরোধের জেরে গলা কেটে হত্যার শিকার হয়েছে স্কুলছাত্র সিফতাউল হাসান সিফাত (১৩)। এক বন্ধু সিফাতকে বগুড়া শহর থেকে শিবগঞ্জ উপজেলায় তার (বন্ধুর) দাদার বাড়িতে নিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডে জড়িত তার ওই বন্ধুকে গ্রেপ্তার এবং হত্যায় ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ। হত্যাকারীর বয়স কম হওয়ায় পুলিশ তার নাম-পরিচয় প্রকাশ করেনি।

আজ বুধবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী তার কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এসপি জানান, সিফাত খুনের ঘটনায় তার বাবা বগুড়া শহরের নিশিন্দারা খাঁপাড়ার শাহ আলম বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা তথ্য-প্রযুক্তি ব্যবহার করে খুনি ওই কিশোরকে চিহ্নিত করে। পরে ঢাকার মনিপুরীপাড়া এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই কিশোর জানায়, সম্প্রতি সে কৌশলে সিফাতের মোবাইলে থাকা ফ্রি ফায়ার গেমসের আইডি ও পাসওয়ার্ড নেয়। সিফাত কয়েক দফা তার গেমসের আইডি ও পাসওয়ার্ড ফেরত চাইলেও তা সে দেয়নি। পরে স্থানীয় কয়েকজন বন্ধুর সহায়তায় তার কাছ থেকে চাপ দিয়ে আইডি ও পাসওয়ার্ড ফেরত নেয়। এতে সিফাতের ওপর ক্ষুব্ধ হয় তার ওই বন্ধু।

সে আরো জানায়, এর প্রতিশোধ নিতেই গত ২৫ ডিসেম্বর তার দাদার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে কৌশলে সিফাতকে সাথে নিয়ে শিবগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে যায়। সেখানে সন্ধ্যার দিকে একটি বাঁশঝাড়ের মধ্যে সিফাতকে নিয়ে গিয়ে সে পেছন থেকে চাপাতি দিয়ে আঘাত করে। এক পর্যায়ে তার গলা ও বাঁ হাতের রগ কেটে হত্যা করে। হত্যার পর আত্মগোপন করতে সে ঢাকায় যায়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ