বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

'৩০০ আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখে ইসলামী আন্দোলন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখে বলে দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিকে মানুষ ভোট দিয়ে দেখেছেন। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। যে জাতি নিজেরা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে না, আল্লাহ তাদের ভাগ্যের পরিবর্তন করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম।

তিনি আরও বলেন, বেগমপাড়ায় টাকা পাচার করা হচ্ছে। সেকেন্ড হোম করছে মালয়েশিয়ায়। ভারতের বাঁধের প্রতিবাদে আমরা লং মার্চ করে সফল হয়েছি। আমরাই সফল হয়েছি।

সোমবার বিকালে রাজবাড়ী শহীদ স্মৃতি চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

রাজবাড়ী জেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মদ আঃ রহিম আল মাহমুদ সুমনের সভাপতিত্বে আলোচনা করেন, ইশা ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সদস্য মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের রাজবাড়ী জেলা শাখার সভাপতি ক্বারী মুহাম্মদ আবু ইউসুফ, হাফেজ মাওলানা আব্দুল মালেক, মাওলানা আব্দুল আলিম, মাওলানা আশরাফুল ইসলাম, আলহাজ্ব নুর মুহাম্মদ মিয়া, মুফতি গোলাম কবির মাসুম, মাওলানা সিদ্দিকুর রহমান, মুফতি শরিফ ইফতেখার উদ্দিন, হাফেজ মোহাম্মদ সাব্বির হুসাইন প্রমুখ।

পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম রাজবাড়ী জেলা ইশা ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করেন।  সভাপতি হিসেবে আঃ রহিম সুমন, সহ-সভাপতি আব্দুর রহমান সোহান, সাধারণ সম্পাদক আবু রায়হান হিসেবে দায়িত্ব পান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ