মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


১৫ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১৫ জানুয়ারি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

আজ রোববার (২৭ নভেম্বর) রাতে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপাচার্যের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় আগামী ১৫ জানুয়ারি ক্লাস শুরু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে প্রভোস্ট কমিটির সভায় ১ জানুয়ারি ক্লাস শুরুর সুপারিশ ছিল। কিন্তু আবাসিক হলে জনবল সংকট সমাধান না হওয়ায় তা আপাতত সম্ভব হচ্ছে না।

আবু হাসান বলেন, এখনো বেশকিছু আসন শূন্য রয়েছে। আগামী ৮ থেকে ১১ ডিসেম্বর শূন্য আসনে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

এরআগে গত ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

-এসআর


সম্পর্কিত খবর