মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


লঞ্চে ঘুরতে থাকলে কিভাবে নামাজ আদায় করবো?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে আমাদের লঞ্চে করে নদী পার হতে হয়। লঞ্চে থাকা অবস্থায় নামাজের সময় হয়ে গেলে নামাজ আদায় করে নিই। এক্ষেত্রে প্রথমে কিবলার দিক ঠিক করে নামাজ শুরু করি। পরে নামাজ অবস্থায় কখনো লঞ্চ ঘুরতে থাকে।

মুফতি সাহেবের নিকট জানার বিষয় হল, নামাজের মধ্যে থাকা অবস্থায় লঞ্চ ঘুরতে থাকলে আমাকেও কি সে অনুযায়ী ঘুরতে হবে, নাকি প্রথমে যে দিকে ফিরে নামাজ শুরু করেছিলাম সেদিকে ফিরেই নামাজ পূর্ণ করে নিব? সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।

উত্তর
লঞ্চে কিবলার দিকে ফিরে নামাজ শুরু করার পর লঞ্চ ঘুরে গেলে আপনাকেও কিবলার দিকে ঘুরে যেতে হবে এবং কিবলার দিকে ফিরেই নামাজ সম্পন্ন করতে হবে। নামাজের মধ্যে লঞ্চ ঘুরে গেছে জানা সত্ত্বেও কেবলামুখী না হলে নামাজ হবে না।

-কিতাবুল আছল ১/২৬৯; বাদায়েউস সানায়ে ১/২৯১; আলমুহীতুল বুরহানী ২/৪৩২; হালবাতুল মুজাল্লী ২/৪৬; ফাতাওয়া হিন্দিয়া ১/৬৩; রদ্দুল মুহতার ২/১০১

-এটি


সম্পর্কিত খবর