বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসলামী আন্দোলন ও এবি পার্টির মধ্যে সংলাপ, ১১ দফা ঐকমত্য মে দিবস উপলক্ষে ইফার আলোচনা ও দোয়া অনুষ্ঠিত ইসলামি শ্রমনীতি চালুর দাবি জামায়াতে ইসলামী মহিলা বিভাগের  বাহারি ডিজাইনের জুতা তৈরি করলেন আস-সুন্নাহর প্রশিক্ষণার্থীরা ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি আমীর জিহাদী , মহাসচিব আম্মারুল হক  নারী সংস্কার কমিশন ইসলাম বিদ্বেষী, বাতিলের দাবি আলেম ও রাজনীতিবিদদের  সংস্কারের বিষয়ে আমরা জুলাই সনদের কথা বলছি: নাহিদ রাষ্ট্রদ্রোহ মামলা থেকে চিন্ময় দাসের জামিন  চবিতে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আব্দুর রহমান ও রাকিব ‘মানবিক করিডরের মাধ্যমে দেশের জনগণকে নিরাপত্তাহীন করবেন না’

আবারও বাংলাদেশ সীমান্তে গোলা ছুড়লো মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আবারও বাংলাদেশ সীমান্তে ২টি গোলা ছুড়েছে মিয়ানমার সেনাবাহিনী। আজ শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, তুমব্রু সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। রেজু আমতলীর সীমান্ত পিলার এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর দুটি যুদ্ধ বিমান থেকে ৮-১০টি গোলা নিক্ষেপ করা হয়। দুটি ফাইটিং হেলিকপ্টার থেকে ৩০-৩৫ গুলি ছোড়া হয়েছে।

এছাড়া ১ নম্বর ওয়ার্ডের তুমব্রু বিজিবি বিওপির সীমান্ত পিলার ৩৪-৩৫ এর মাঝামাঝি থেকে ভারী অস্ত্রের ৪ রাউন্ড ছোড়া হয়েছে। সীমান্ত পিলার ৪০ বরাবর বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা পড়েছে।

তুমব্রু সীমান্তে মিয়ানমারের এমন কর্মকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আজিজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল থেকে তুমব্রু সীমান্ত এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার উড়তে দেখা যাচ্ছে। থেমে থেমে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার থেকে গুলি ও গোলাবারুদ নিক্ষেপ করা হচ্ছে।

বান্দরবানের পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম বলেন, সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থায় রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ