মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে

মাদরাসার সিলেবাসে খেলাধুলা ও শরীরচর্চাকে অন্তর্ভুক্তির নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদরাসার শিক্ষাপ্রতিষ্ঠানের সিলেবাসে খেলাধুলা ও শরীরচর্চাকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। গত বুধবার (১৭) এ নির্দেশনা দেশের  সকল মাঠ কর্মকর্তা ও মাদরাসাগুলোতে পাঠানো হয়েছে।

জানা গেছে, ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ঘোষণা ছিল, ‘প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলা ও শরীরচর্চাকে শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে’।

গত ১৯ জুন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পাঠানো এক চিঠিতে ইশতেহারের এ অংশটি বাস্তবায়ন করার অনুরোধ জানিয়েছে।

যার ফলে বুধবার শিক্ষামন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে ‘প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা ও শরীরচর্চাকে শিক্ষা কার্যক্রম সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে’ ঘোষণাটি বাস্তবায়ন করার নির্দেশনা দিয়ে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়। সে নির্দেশনা অনুসারে, সব মাদরাসাকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

মাদরাসা অধিদপ্তরের পাঠানো চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার-২০১৮ তে উল্লেখিত ‘প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলা ও শরীরচর্চাকে শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে’ অংশটি বাস্তাবায়নে নির্দেশ দেওয়া হলো।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ