বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


ধলেশ্বরীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধলেশ্বরীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটের কাছে এ ঘটনা ঘটে।

তবে কোনো যাত্রী নিখোঁজের খবর পাওয়া যায়নি। ট্রলারে থাকা প্রায় ২১ যাত্রী সাঁতরে তীরে উঠতে পেরেছেন বলে জানা যায়।

ট্রলারে থাকা এক যাত্রী গণমাধ্যমকে জানায়, ট্রলারে যারা ছিলেন সবাই আমার পরিচিত। তাদের সাঁতরে তীরে উঠতে দেখেছি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লা আল আরেফীন বলেন, আমাদের দুটি টিম নদীতে তল্লাশি চালাচ্ছে। এখনো পর্যন্ত নিখোঁজের বিষয়ে কেউ দাবি করেনি। এরপরও আমাদের লোকজন নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ