মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

প্রস্তুতি চূড়ান্ত: মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে মিরপুরে স্পোকেন ইংলিশ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মিরপুর ১৩ তে অবস্থিত দারুল উলূম মিরপুর, কেন্দ্রীয় মসজিদ মাদরাসায় শুরু হচ্ছে ফুল স্পোকেন ইংলিশ কোর্স।

আজ শনিবার দুপুরে মাদরাসার মুহতামিম মুফতি রেজাউল হক মোহাম্মদ আব্দুল্লাহের সাথে মতবিনিময় করেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব ও আহমদ এডুকেশনের পরিচালক যুবায়ের আহমাদ।

জানা যায়, ভর্তি কার্যক্রম প্রায় শেষ। মসজিদের ২য় তলায় কোর্সটি অনুষ্ঠিত হবে। নির্ধারিত কোটা সাপেক্ষে আরও কিছু ছাত্র নেওয়া হতে পারে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মাদরাসাতুত দিরাসাহ ঢাকার মুহতামিম মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী, মাওলানা শহীন মাহমুদ, বলিয়ারপুর মাদরাসা ঢাকা মুহাদ্দিস, মুফতি এনামুল হক।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব বলেছেন, সময়ের সঙ্গে নিজেকে নবায়ন করতে হয়। এগিয়ে রাখতে হয়। আজকের তরুণরা আগামী প্রজন্মের নেতৃত্ব দিবে। ভাষা, জ্ঞান ও শিল্প সাহিত্যে তারা এগিয়ে থাকবে। এগিয়ে রাখার প্রধান উপলক্ষ ভাষা। ইংরেজি জানা তরুণরা আগামী বিশ্বে দাওয়াতি কাজে অগ্রসর ভূমিকা পালন করবে।

দারুল উলূম মিরপুর, কেন্দ্রীয় মসজিদ মাদরাসার মোহতামিম মুফতি রেজাউল হক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে ইংরেজি শিখতে হবে। আওয়ার ইসলাম ও আহমদ এডুকেশনের যৌথ উদ্যোগে ফুল স্পোকেন ইংলিশ কোর্সটি সুন্দর একটি আয়োজন। মাদরাসার শিক্ষার্থীদের ইংরেজি শিখাতে যুগোপযোগী উদ্যোগ। এর মাধ্যমে মাদরাসার শিক্ষার্থীরা উপকৃত হবে ইনশা আল্লাহ।

মারকাযুদ দিরাসাহ্ আল ইসলামিয়্যাহ্-এর প্রতিষ্ঠাতা মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী বলেছেন, মাদরাসার শিক্ষার্থীদের দরসের পড়ার বাইরেও বিভিন্ন কিছু শিখতে হবে। নিজেকে সমৃদ্ধ করতে হবে। সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। ইংরেজি শেখা হতে পারে তার প্রথম ধাপ।

No description available.

আগামী শুক্রবার (১৭ জুন) সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত ক্লাস চলবে। তিন মাসব্যাপী এই কোর্সটি চলবে।

কোর্সটির প্রশিক্ষক যুবায়ের আহমাদ জানান, ইংরেজিতে আপনার জ্ঞান শূন্য হয়ে থাকলেও, কোর্স শেষে আপনি শুদ্ধ ইংরেজিতে কথা বলতে ও লিখতে পারবেন ইনশাআল্লাহ।

বিস্তারিত জানতে কল করুন- 01799780959 নাম্বারে (বিকাশ, নগদ, হোয়াটসঅ্যাপ)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ