বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

দুই ধর্ষ*ককে আগু*নে পোড়া*লো গ্রামবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধর্ষণে অভিযুক্ত দুই তরুণকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে ভারতের ঝাড়খণ্ডের গুমলায়। বিক্ষুব্ধ গ্রামবাসী ওই দুই তরুণের গায়ে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ সূত্রে খবর অনুযায়ী, দুই অভিযুক্তের মধ্যে সুনীল ওরাও নামে একজনের মৃত্যু হয়েছে। অপর তরুণ আশিস কুমার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

স্থানীয় সূত্র বলছে, মায়ের সঙ্গে একটি কাজে বেরিয়েছিলেন এক তরুণী। তাদের পথ আটকান সুনীল এবং আশিস। তারপর ওই তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়।

এই খবর প্রকাশ হতেই গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে। বুধবার রাতে বাইকে করে আসা ওই দুই অভিযুক্ত তরুণকে আটক করে গ্রামবাসী।

তাদেরকে বেধড়ক মারধরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। দুই তরুণকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, এমন খবর পৌঁছায় স্থানীয় থানায়। এরপরেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

কিন্তু পুলিশ আসতে আসতেই এক অভিযুক্তের পুরো শরীর জ্বলে গিয়েছিল। অন্যজনকে কোনও রকমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার শরীরের বেশির ভাগ অংশই ঝলসে গেছে বলে জানিয়েছে পুলিশ। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ