বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
গোপন নথিতে স্ত্রীকে লেখা লাদেনের চিঠি ও মুসলিম রীতিতে দাফনের ঘটনা বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে চান ফরাসি মন্ত্রী ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো?

ইরান-সৌদি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে: ইরাকি প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি আজ এ মন্তব্য করেছেন।

তিনি বলেন সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইরাকের মধ্যস্থতায় বাগদাদে অনুষ্ঠিত সৌদিআরব ও ইরানের প্রতিনিধিদের মধ্যকার আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ইরাকের রাজধানী বাগদাদে আজ এক সংবাদ সম্মেলনে মোস্তফা কাজেমি এ কথা বলেন। তিনি বলেন, তার দেশ আঞ্চলিক ওই দুটি দেশের দৃষ্টিভঙ্গিকে কাছাকাছি নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

গত ২৪ মে তারিখেও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে-সৌদ বলেছিলেন: ইরানের সাথে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে তবে তা পর্যাপ্ত নয়। রিয়াদের হাত তেহরানের দিকে প্রসারিত রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। সৌদি আরবের এই শীর্ষ কূটনীতিক বলেন: 'সহযোগিতার নয়া যুগ' সকল পক্ষের জন্য সুযোগ সৃষ্টি করবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বাগদাদে অনুষ্ঠিত রিয়াদ-তেহরান পঞ্চম দফা আলোচনার খবর নিশ্চিত করেছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে অনুষ্ঠিত ওই পঞ্চম দফা আলোচনা ইতিবাচক ছিল বলেও মন্তব্য করেন খাতিবজাদেহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ