বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে চান ফরাসি মন্ত্রী ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত

দুর্নীতি মামলায় আরব আমিরাতে গ্রেফতার ২ ভারতীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় দুর্নীতির মামলায় আরব আমিরাত থেকে গ্রেফতার হলেন দুই ভারতীয়। তাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতিসহ একাধিক অভিযোগ রয়েছে। সোমবার আরব আমিরাত থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ১৯৯৩ সালে ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা অজয়, অতুল ও রাজেশ গুপ্ত ব্যবসার উদ্দেশে দক্ষিণ আফ্রিকায় যান। খনি, বিমান পরিবহণ, বিদ্যুৎ, প্রযুক্তি থেকে মিডিয়া একাধিক ব্যবসা করে ‍প্রভাবশালী হয়ে ওঠেন তারা। শুধু দক্ষিণ আফ্রিকাতেই তাদের বিভিন্ন সংস্থায় কাজ করতেন প্রায় ১০ হাজার কর্মী। ওই সময় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জেকব জুমার সাথে পরিচয় হয় অতুল গুপ্তের। প্রেসিডেন্টের মারফতে দক্ষিণ আফ্রিকায় একের পর এক প্রকল্পে কাজের সন্ধান পান তারা।

পরে অভিযোগ ওঠে প্রভাব খাটানো, অনৈতিক নিয়োগ থেকে আর্থিক দুর্নীতির। অন্য দিকে, গুপ্তদের সংস্থায় বিভিন্ন শীর্ষ পদে কাজ করতেন স্বয়ং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের পরিবার। ২০০৯ সালে দুর্নীতির মামলা হয় আদালতে। প্রেসিডেন্টের পদ ছাড়তে বাধ্য হন জেকব জুমা। গুপ্তদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়ার পরেই লাপাত্তা হয়ে যান তারা।

পরে ওই ঘটনার জেরে সোমবার আরব আমিরাত থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

সূত্র : আনন্দবাজার

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ