বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

টিএসসিতে ছাত্রীদের নামাজের জায়গা নিয়ে বৈঠক, আসছে সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র বা টিএসসিতে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা নামাজের স্থানের ব্যবস্থা করা নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৈঠকও করেছে এবং উপাচার্যের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ আলী আকবর আজ বুধবার, ৬ এপ্রিল উপাচার্যের মার্ক করা চিঠি পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি আর উপদেষ্টা বিষয়টি নিয়ে বসেছিলাম। সেখানে করণীয় নিয়ে আলোচনা করেছি। এখন এটি নিয়ে উপাচার্য স্যারের কাছে যাব এবং তার সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সৈয়দ আলী আকবর আরও বলেন, টিএসসিতে জায়গার সংকট আছে। তাছাড়া মেয়েদের নামাজের জায়গাটা নিরাপদ হতে হবে। আর নামাজের ব্যবস্থা থাকলে সেখানে ওযুরও ব্যবস্থাও রাখতে হবে। সবকিছু বিবেচনায় নিয়েই আমাদের কাজ করতে হবে। তবে নতুন টিএসসিতে ছেলে ও মেয়েদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এর আগে গতকাল মঙ্গলবার, ৫ এপ্রিল ঢাবির টিএসসিতে নামাজ আদায়ের জন্য স্থান বরাদ্দের দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু নারী শিক্ষার্থী। এতে ছেলেদের নামাজের স্থানের পাশের উপযুক্ত খালি জায়গাটিকে সংস্কার করে মেয়েদের নামাজের উপযোগী করার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে ঢাবি ক্যাম্পাসে মেয়েদের নামাজের জায়গার সংকটের বিষয়টি তুলে ধরে বলা হয়, কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য নামাজের জায়গা থাকলেও তা পর্যাপ্ত নয়। একাডেমিক ভবনগুলোর কমনরুম বিকাল ৫টার পর বন্ধ থাকে। ফলে ক্যাম্পাসে অবস্থান করা ছাত্রীদের নামাজ আদায় করতে সমস্যায় পড়তে হয়।

টিএসসিতে ছেলেদের নামাজ পড়ার ব্যবস্থা আছে উল্লেখ করে আরো বলা হয়, বিভিন্ন কর্মসূচিসহ এই স্থানে নারীদের সমান বিচরণ থাকলেও তাদের নামাজের জায়গা নেই। পবিত্র রমজানে বিভিন্ন সংগঠনের ইফতার কর্মসূচি থাকে। ইফতার শেষে মেয়েরা নামাজ আদায় করতে গিয়ে সমস্যায় পড়ে থাকেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ