বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: এখনো নিখোঁজ মাদরাসা শিক্ষক হাফেজ জাবির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় কার্গো জাহাজ এমভি ‘রূপসী ৯’ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এখানো নিখোঁজ রয়েছেন শায়খ হাফেজ কারী নাজমুল হাসান-এর শিক্ষাপ্রতিষ্ঠান তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার শিক্ষক হাফেজ আবদুল্লাহ মোহাম্মদ জাবির।

শায়খ হাফেজ কারী নাজমুল হাসান তার এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার অনলাইন টিচার, আমার অত্যন্ত প্রিয় ছাত্র আবদুল্লাহ মোহাম্মদ জাবেরকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির ঘটনায় খুঁজে পাওয়া যাচ্ছে না। সকলের কাছে দোয়া চাই।

এদিকে হাফেজ আবদুল্লাহ মোহাম্মদ জাবিরের মামাতো ভাই ইসলামী আলোচক মুফতি ফেরদৌস আল আজাদ আওয়ার ইসলামকে বলেন, হাফেজ জাবির দারুন নাজাত আলিয়া মাদরাসার মেধাবী ছাত্র। সেখান থেকেই সে ফাজিল এবং কামিল শেষ করেছে। সে জনপ্রিয় ইসলামী আলোচক মুফতি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেবের ছেলে।

মুফতি ফেরদৌস আল আজাদ জানান, হাফেজ জাবিরের গ্রামের বাড়ি চাঁদপুরে হলেও দীর্ঘ দিন ধরে তারা স্বপরিবারে নারায়ণগঞ্জে বসবাস করছে। করোনাকালীন সময়ে সে হাফেজ কারী নাজমুল হাসান সাহেবের মাদরাসার অনলাইন সেক্টরে শিক্ষক হিসেবে নিয়োগ হয়।  ব্যক্তিগত প্রয়োজনে সে গতকাল লঞ্চ সফরে ছিল। তার জন্য দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া কামনা করছি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ