বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

ছাত্র জমিয়ত ধোবাউড়া উপজেলার কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধোবাউড়া উপজেলায় ছাত্র জমিয়ত বাংলাদেশ ধোবাউড়া উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় ধোবাউড়া উপজেলার সুবহানবাগ মসজিদে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এসময় মুফতি আল আমীনকে সভাপতি ও হাফেজ তরিকুল ইসলাম মুক্তারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্র জমিয়ত ময়মনসিংহ জেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা আবু তালহা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবু তালহা বলেন, যখন তথাকথিত বিভিন্ন ছাত্র সংগঠন আমাদের ছাত্র সমাজের দেমাগ নষ্ট করার মিশনে লিপ্ত। তখন আমাদের বুজুর্গরা ছাত্র সংগঠনের প্রয়োজনিয়তা উপলব্ধি করে ১৯৯২ সালের ২৪ জানুয়ারী ছাত্র জমিয়ত গঠন করলেন। ছাত্র জমিয়তের অন্যতম কর্মসূচি হচ্ছে ব্যক্তি গঠন। আমাদের আগে নিজেকে গঠন করতে হবে। এরপর সমাজের নেতৃত্ব দেয়ার মতো যোগ্য হয়ে উঠতে হবে।

তিনি বলেন, সকলের কাছে আহবান থাকবে ধোবাউড়া উপজেলার প্রতিটি জায়গার আনাচে-কানাচে জমিয়তের দাওয়াত পৌঁছে দিতে হবে। সমাজের অসহায়, দরিদ্রের পাশে দাঁড়াতে হবে। ওয়ার্ডের স্থায়ী-অস্থায়ী সকল বাসিন্দা যেন সহি শুদ্ধ কোরআন পড়তে পারে, সহীহ্ দ্বীন বুঝতে পারে এজন্য টার্গেট নিয়ে প্লানওয়ারী কাজ আঞ্জাম দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্র জমিয়তের কলেজ বিষয়ক সম্পাদক মাওলানা আশিকুর রহমান যুব জমিয়তের ধোবাউড়া উপজেলার সাধারণ সম্পাদক মুফতি জসিমউদদীন ও মাওলানা উমর ফারুক প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ