বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

খাগড়াছড়িতে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে পিসবের কম্বল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান।।

খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি পৌরসভার পূর্ব ইসলামপুরস্হ দারুল উলুম তা'লীম ইসলাম মাদ্রাসার শতাধিক দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল, চাদর, তোশক, মাশারি, বালিশ ও বালিশের কভার বিতরণ করা হয়েছে।

আজ(২১মার্চ) সোমবার দুপুর ১টায় পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব)এর উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে পিসবের খাগড়াছড়ি জেলার সমন্বয়ক মুফতি মাকছুদুল করিম বলেন, দেশব্যাপী অসহায়, দুঃস্থ ও দরিদ্র মানুষকে সহযোগিতা করার অংশ হিসেবে দুর্গম পাহাড়ি এলাকা পার্বত্য খাগড়াছড়িতে ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমরা এ কর্মসূচি গ্রহণ করেছি।সর্বোত্তম ঐ ব্যক্তি যে মানুষের কল্যাণ করেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো মহৎ কাজ।অসহায় মানুষও দরিদ্র শিক্ষার্থীদের দুর্দশা কিছুটা হলেও লাঘব করতে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

এসময় খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সেক্রেটারী মাওলানা নুরুল কবির আরমান, পিসবের প্রতিনিধি মাওলানা এনামুল হক, মাদ্রাসার শিক্ষক মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা ফয়জুল ইসলাম, মাওলানা হানিফ রামগাড়ী, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আব্দুল হালিম, মাওলানা ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ