বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

ইমামতি অত্যন্ত সম্মানজনক ও মহৎ পেশা: ড. আবু রেজা নদভী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান।।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া- লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দিন নদভী বলেছেন, ইমামতি অত্যন্ত সম্মানজনক ও মহৎ পেশা। রাসুলুল্লাহ (সা.) মসজিদে নববীতে আজীবন ইমামের দায়িত্ব পালন করে গেছেন। মসজিদে নববীকে তিনি শুধু নামাজের জন্য সীমাবদ্ধ রাখেননি, বরং সমাজ উন্নয়নের যাবতীয় কর্মকাণ্ডের জন্য তিনি তা উন্মুক্ত করে দিয়েছিলেন।

সুতরাং আমরা যদি প্রতিটি মসজিদকে নবিজির দেখানো সেই মসজিদে নববীর রোল মডেল রূপে গড়ে তুলতে পারি তাহলে আমাদের সমাজ শিক্ষার আলোয় আলোকিত হবে, সমাজ থেকে নিরক্ষরতা দূর হবে, সমাজে ব্যাপকভাবে জনকল্যাণমূলক কাজ পরিচালনা করা সম্ভব হবে।

তিনি (২০ মার্চ) রবিবার দুপুর ১২টায় পাহাড়তলীস্থ ইমাম প্রশিক্ষণ একাডেমি চট্টগ্রাম মিলনায়তনে ১০৫৭ তম দলের প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

তিনি আরও বলেন, ইমামদেরও হতে হবে সৎ, নিষ্ঠাবান, তাকওয়াধারী আল্লাহওয়ালা। কারন, সাধারণ মানুষ ইমামদের অনুসরণ করে থাকেন, তাদের পরামর্শ গ্রহণ করে সে অনুযায়ী চলার চেষ্টা করেন।

তিনি বলেন, অবক্ষয়মুক্ত সমাজ, ধর্মীয় অনুশাসন ও মানুষকে জনসম্পদে রূপান্তর করতে ইমামদের যথেষ্ট ভূমিকা রয়েছে। মানবসম্পদ উন্নয়নে মসজিদের ইমাম-খতিবদের ব্যাপকভাবে সম্পৃক্ত করা গেলে সমাজ থেকে নিরক্ষরতা দূরীকরণ, মাদকাসক্তি প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ, পরিবেশ সংরক্ষণ, পশুপালন, মৎস্য চাষসহ দেশের আর্থসামাজিক অবস্থার উত্তরণ ঘটানো যেতে পারে।

আর সেই লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন ইমাম প্রশিক্ষণ একাডেমির মাধ্যমে দেশের মসজিদের ইমাম- খতিবদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় মহৎ উদ্যোগ নিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাবার পদাঙ্ক অনুসরণ করে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমকে আরো গতিশীল করেছেন।

ইমাম প্রশিক্ষণ একাডেমি চট্টগ্রাম'র উপ পরিচালক জনাব মোহাম্মদ ইদ্রিছের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষে অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। বক্তব্য শেষে প্রধান অতিথি ড.আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দিন নদভী এমপি প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের মাঝে সনদ বিতরণ করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ