বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

মুন্সীগঞ্জে আগুনে পুড়ল ধান-চালের গুদামসহ ২০ দোকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ধান-চালের গুদামসহ ২০ দোকান পুড়ে ছাই হয়েছে।

শুক্রবার রাতে বিনোদপুর বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। কয়েক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, আগুনের সূত্রপাত এবং এর ফলে ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস জানায়, রাত ৯টার দিকে বিনোদপুর বাজারের একটি দোকানে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই সে আগুন বাকি দোকান ও ধানচালের গুদাম গুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট স্থানীয়দের সহায়তায় কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগেই পুড়ে ছাই হয়ে যায় ধান ও চালের গুদামসহ ২০টি দোকান। তবে, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। যদিও বড় অঙ্কের আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে ক্ষতিগ্রস্ত দোকান ও গুদাম মালিকেরা।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু ইউসুফ জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে, আগুনের সূত্রপাত সম্বন্ধে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ