বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদপুর শহরের পুরাণবাজারে বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে শাকিল (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যায় পুরাণবাজার দাসপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গত দু’বছর ষোলশহর প্রকল্পের আওতায় ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে চাঁদপুরে বিদ্যুৎ সংযোগ লাইনের মেরামত কাজ চলছে। চলমান এই কাজে শহরের পুরানবাজার দাসপাড়া এলাকায় ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা কাজ করছিল।

কাজের শেষ ভাগে সন্ধ্যা ৬টার দিকে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজে নিয়োজিত শ্রমিক শাকিল টান্সমিটারে বিদ্যুৎ রয়েছে কি না তা চেক করতে গিয়ে শর্ট শার্কিটে ঘটনাস্থলে লুটিয়ে মাটিতে পড়ে যায়। তাৎক্ষণিক সহকর্মীরা দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হাসপাতালের চিকিৎসক জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। কারণ তাকে হাসপাতালে আনতে গিয়ে কিছুটা দেরি হয়েছে।

সহকর্মীরা জানায়, নিহত শাকিলের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এলাকায়। মৃত্যুর খবর তার পরিবারের কাছে পৌঁছানো হয়েছে। এঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদপুর সদর মডেল থানাকে লিখিতভাবে অবহিত করলে থানার এসআই ইকবাল হোসেন লাশের সুরাতাল করে লাশ থানা পুলিশের হেফাজতে নিয়ে আসে।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন জানান, ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ