বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

মন্দিরের ভেতর শিশু বলাৎকারের চেষ্টা, সেবককে গণপিটুনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের ফুলবাড়ীতে মন্দিরের ভিতরে এক শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগে পরেশ মহন্ত (৫৫) নামে এক মন্দিরের সেবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে পৌর শহরের কেন্দ্রিয় কালিবাড়ী মন্দিরে এই ঘটনাটি ঘটে। মন্দিরের সেবক পরেশ মহন্ত উপজেলার রাজারামপুর গ্রামের প্রফুল্ল মহন্তর ছেলে ও ফুলবাড়ী কেন্দ্রিয় কালিবাড়ী মন্দিরের সেবক হিসেবে কর্মরত ছিল।

এদিকে ঘটনাটি শালিশের মাধ্যমে ধামাচাপা দিতে জোর তৎপরতা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাতবরদের বিরুদ্ধে।

স্থানীয় জনগণ অভিযোগ করে বলেন,পরেশ মহন্ত একটি শিশুকে কালিবাড়ী মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে বলাৎকারের চেষ্টা করে। এঘটনা স্থানীয় জনতা ও ওই শিশুর পরিবারের সদস্যরা জানতে পেরে উত্তেজিত হয়ে মন্দিরের সেবক পরেশ মহন্তকে গণপিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ্দ করে। সেই সময় শিশুটির পরিবার পরেশ মহন্তের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিলেও স্থানীয় কতিপয় মতবর ঘটনাটি শালিশের মাধ্যমে নিস্পত্তির চেষ্ঠা করছে।

কেন্দ্রিয় কালিবাড়ী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ বলেছেন, ঘটনাটি তিনি শুনেছেন তদন্ত করে ব্যবস্থা নিবেন । তবে মন্দির কমিটির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর জয় প্রকাশ গুপ্ত বলেন ঘটনাটি অত্যন্ত লজ্জাষ্কর, এঘটনার বিচার হওয়া প্রয়োজন।

এদিকে পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ বলেন, শিশুটিকে বলাৎকার করেনি, তবে বলাৎকারের চেষ্টা করেছে।

তিনি বলেন মামলা দায়ের করলে মাসে মাসে কোটে গিয়ে হাজিরা দিতে হয়, এই জন্য শিশুটির পরিবার এই ঘটনায় কোন মামলা দায়ের করবেন না বলে তিনি নিশ্চিত করেন।

ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০ টার সময় এক শিশুকে বলাৎকারের অভিযোগে মন্দিরের সেবক পরেশ মহন্তকে কতিপয় জনতা মারপিট করছিল। খবর পেয়ে মন্দিরের সেবককে জনতার হাত থেকে নিয়ে আসা হয়েছে, তবে এখন পর্যন্ত বলাৎকারের বিষয়ে কোন মামলা করতে কেউ থানায় আসেনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ