বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রেজাউল করিম নামে এক বাংলাদেশি নিহত ও বাবু নামে আরও এক যুবক আহত হয়েছেন। এ সময় বিএসএফ নিহতের মরদেহ ও আহত ব্যক্তিকে আটক করে ভারতে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর রাতে ওই উপজেলা জগতবেড় ইউনিয়নের সমশেরনগর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নয়াবাড়ি এলাকার মনসুর আলীর ছেলে রেজাউল করিম।

সীমান্তবর্তী লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ (বৃহস্পতিবার) ভোর রাতে ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনতে বাংলাদেশ-ভারত নো ম্যান্স ল্যান্ডে যায় ৯ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ করে গুলি চালায়। এ সময় গুলিতে ঘটনাস্থলেই রেজাউল করিম নিহত হয় এবং বাবু আহত হন। বাকি ৭ জন পালিয়ে যায়।

এদিকে বিএসএফ আহত বাবুকে আটক করে ও রেজাউল করিমের মরদেহ ভারতে নিয়ে যায়। এ ঘটনায় সীমান্ত-জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা এ নিয়ে এই মুহূর্তে কোনো কথা বলতে রাজি হয়নি। পরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ