বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

চরমোনাই ইউনিয়নে লুডু-ক্যারামে জুয়া খেললে জরিমানা ও অর্থদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে দোকানে বসে স্মার্টফোনে লুডু, ক্যারাম বোর্ড বা তাস দিয়ে জুয়া খেলায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুধু দোকান নয়, যে কোনো স্থানে বসে জুয়া খেললে ১০ হাজার টাকা জরিমানা ও যে দোকানে বসে এসব খেলা হবে, সেই দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার রাতে চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিম এ নির্দেশনা জারি করেন। এ সংক্রান্ত নোটিশ ইউনিয়নের বিভিন্ন স্থানে সাঁটানো হয়।

নোটিশে বলা হয়, 'অত্র ইউনিয়নের কোনো দোকান বা স্থানে বসে স্মার্টফোন বা লুডুর কোটের দ্বারা লুডু, ক্যারম বোর্ড বা তাসের মাধ্যমে জুয়া খেলা এবং অবৈধ মাদক সেবন অবস্থায় যদি কোনো ব্যক্তিকে পাওয়া যায়, তা হলে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে যে দোকানে খেলা অবস্থায় পাওয়া যাবে, সেই দোকান অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হবে।'

স্থানীয় মোসলেম গাজী বলেন, সন্ধ্যার পর পরই উঠতি বয়সি যুবকরা রাত পর্যন্ত দলে দলে ভাগ হয়ে দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন স্থানে বসে লুডু খেলে। মোবাইলে লুডু খেলার পাশাপাশি জুয়া খেলতেও দেখা যায়। চেয়ারম্যান উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। যাতে সন্ধ্যার পর পড়ার টেবিলে বসার কথা, তাদের দেখা যায় দোকানের সামনে বসে লুডু-ক্যারাম খেলতে।

চরমোনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিম বলেন, স্মার্টফোনে লুডু খেলে যুবকরা বিপথগামী হচ্ছেন। তারা প্রথমে শখের বসে খেললেও পর জুয়ায় আসক্ত হয়ে যায়। এ ছাড়া বিভিন্ন স্থান থেকে নানা ধরনের অভিযোগ আসায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ