বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

ফটিকছড়ির নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্বার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

নিখোঁজের তিন দিন পর ফটিকছড়ির স্বর্ণ ব্যবসায়ী উত্তম কুমার ধরের (৪৬) লাশ পাওয়া গেছে। শুক্রবার (১১ মার্চ) চট্টগ্রাম মেডিকেলের মর্গে লাশ পাওয়া যায়। নিহতের ভাই উজ্জ্বল কুমার ধর লাশ দেখে শনাক্ত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, উত্তম ধর উপজেলার লেলাং ইউনিয়নের রায়পুর গ্রামের বণিক পাড়ার মৃত শ্রী ধাম ধরের পুত্র। জনতা জুয়েলার্স নামে নাজিরহাট বাজারে তার একটি স্বর্ণালংকার বিক্রয়ের দোকান রয়েছে।

জানা যায়, গত ৮ মার্চ দুপুর দেড়টার দিকে দোকান থেকে চট্টগ্রাম শহরে যাবার জন্য বের হয় সে। পরে তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করে সন্ধান মেলেনি। উত্তম কুমার ধরের ভাই উজ্জল কুমার ধর গত ৯ মার্চ ফটিকছড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন।

নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের বাজারের ব্যবসায়ী উত্তম কুমার ধর তিন দিন নিখোঁজ থাকার পর আজ (শুক্রবার) তার লাশ পাওয়া যায়।

ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ রবিউল ইসলাম জানান, নাজিরহাট বাজারের এক স্বর্ণ ব্যবসায়ি নিখোঁজ সংক্রান্ত বিষয়ে তার ভাই একটি নিখোঁজ ডায়েরী করেছিল। আজ (শুক্রবার) সীতাকুণ্ড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জেনেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ