মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

মাত্র ৩ মাসে হিফজ সম্পন্ন করলেন বিস্ময়বালক জাকারিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আল আমিন মাত্র ৩ মাস ৪দিনে সম্পূর্ণ কোরআনের হিফজ সম্পন্ন করেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অবস্থিত ‘কাজিপুর আল জামিয়াতুল মাদানিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র মুহাম্মদ জাকারিয়া।

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) জাকারিয়া আনুষ্ঠানিকভাবে হিফজ সম্পন্ন করে। ১১ বছরের এ শিশু মাত্র ৯৪দিনে পুরো কোরআনুল কারিম হিফজ করে বিরল কৃতিত্বের স্বাক্ষর রাখে।

তার মেধা এতটাই প্রখর যে— সে সর্বনিম্ন ৩ পৃষ্ঠা থেকে সর্বোচ্চ ২৫ পৃষ্ঠা পর্যন্ত একদিনে মুখস্থ করেছে। জাকারিয়ার সাথে কথা বলে জানা যায় মাত্র দুই-তিনবার পড়লেই তার হাফিজী কোরআন শরিফের ১৬ লাইন বিশিষ্ট একপৃষ্ঠা মুখস্থ হয়ে যায়। বিস্ময়বালক জাকারিয়ার বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলার অন্তর্গত গোপালনগর গ্রামে।

জাকারিয়ার উস্তাদ হাফেজ আবুল হাসান বলেন— তার ঈর্ষণীয় সাফল্যের জন্য আমি মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ সবাইকে এ নেয়ামত দেন না। তার উস্তাদ হিসেবে আমি গর্বিত। আমি আশাবাদি জাকারিয়া তার এ বিরল মেধাকে দ্বীন-ইসলামের কল্যাণে কাজে লাগাবে ইনশাআল্লাহ।

জাকারিয়ার বাবা মুহাব্বত আলীর কাছে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন আমি আজ অত্যন্ত আনন্দিত। খুশিতে আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি চাই ও কওমীধারার শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করুক।

জাকারিয়ার এ বিস্ময়কর প্রতীভার প্রতি সম্মান জানাতে আজ কাজিপুর আল জামিয়াতুল মাদানিয়া মাদরাসায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদরাসার পরিচালক মাওলানা আবু নাঈম ফয়জুল্লাহ বলেন— মহান আল্লাহ কোরআন সংরক্ষণের যে ঐতিহাসিক ঘোষণা প্রদান করেছেন, এ সকল জাকারিয়াদের মাধ্যমে তারই বাস্তবায়ন ঘটান।

তবে মনে রাখতে হবে— কোরআনের শব্দ মুখস্থ করাই সফলতা নয়, বরং কোরআনের মর্ম অনুধাবন করে সে অনুযায়ী নিজের জীবনকে রাঙিয়ে তোলাই প্রকৃত সফলতা। ওর অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে খেয়াল রাখতে হবে, যাতে ও কখনো বিচ্যুত না হয়। আমরা ইনশাআল্লাহ ওকে হাফেজে কোরআনের পাশাপাশি কুতুবে সিত্তাহরও হাফেজ বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তার এ প্রতিভাকে দ্বীনের জন্য কবুল করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ